যতনবাড়ি- করবুক হয়ে শিলাছড়ি যাতায়াতের প্রধান সড়কটির বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ আগস্ট: স্থানীয় রাস্তার বেহাল দশায় নাজেহাল সাধারণ জনগন। যতনবাড়ি- করবুক হয়ে শিলাছড়ি যাতায়াতের প্রধান সড়কটি ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার মেটেলিং কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে গোটা রাস্তায়। প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যানচালকসহ নিত্য যাত্রীদের। অভিযোগ দীর্ঘ প্রায় দুই বছর ধরে রাস্তার এই বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। রাস্তাটির দেখভালের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএল এর ভূমিকা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ জনগণ। রাস্তার এই ভগ্নদশায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন যান চালকরা।
অবিলম্বে রাস্তাটির সংস্কারে হাত ধরে দপ্তর, দায়ী জনগণের।