আগরতলা, ১৭ আগস্ট: ফের রাবার বাগান থেকে উদ্ধার হল একটি ড্রোন। ঘটনা লেফুঙ্গা থানাধীন কালাপানিয়া এলাকা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, লেফুঙ্গা থানাধীন কালাপানিয়া এলাকায় একটি রাবার বাগান থেকে একটি ড্রোন উদ্ধার হয়েছে। স্থানীয় এক যুবক আকাশ দেববর্মা আজ সকালে রাবার বাগানে গিয়ে এই ড্রোনটিকে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেয় স্থানীয়দের। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মোহনপুর থানার এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ লেফুঙ্গা ফারী থানার পুলিশ। ড্রোনটিকে উদ্ধার করে স্থানীয়দের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছে পুলিশ। কোথা থেকে এই ড্রোনটি এখানে এসেছে সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর সঙ্গে কারা জড়িত তাও খুঁজে দেখা হচ্ছে।

