ওয়াশিংটন, ১৬ আগস্ট : আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, শনিবার ভোরে এই ফোনালাপ হয়। তবে বহু প্রত্যাশিত এই বৈঠকে কোনো শান্তিচুক্তি হয়নি। পুতিন দাবি করলেও যে একটি “বোঝাপড়া” হয়েছে, ট্রাম্প তা অস্বীকার করে বলেন, “চুক্তি তখনই চুক্তি, যখন সেটা বাস্তবায়িত হয়।” তিনি আরও বলেন, বিষয়টি “শেষ করে আনার দায়িত্ব এখন জেলেনস্কির কাঁধে,” যদিও ইউরোপেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য এখন সময় এসেছে এবং তিনি আশা করেন, ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যৌথভাবে কাজ করবেন। ট্রাম্প আলাসকা থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প বিমানযাত্রার সময় জেলেনস্কির সঙ্গে ৯০ মিনিটব্যাপী একটি “দীর্ঘ ও গঠনমূলক” ফোনালাপ করেছেন। এই আলোচনার একপর্যায়ে ইউরোপীয় নেতারাও যুক্ত হন।
ফোনালাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, “আমরা যুদ্ধ থামানো ও নিরীহ মানুষের রক্তপাত বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করব।” তিনি জোর দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয়।
এদিকে, আলাস্কার বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

