লোহা গরম করে শিশু কন্যার হাত পুড়িয়ে দিল এক মা, ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ১৬ আগস্ট : গতকাল রাতে লোহা গরম করে শিশু কন্যার হাত পুড়িয়ে দিল এক মা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার এলাকাবাসী একত্রিত হয়ে নিষ্ঠুর মাকে গ্রাম ছাড়া করেন। মায়ের এই নৃশংস অত্যাচারের সংবাদটি পাওয়া গেছে কৈলাসহর থানাধীন দেওরাছড়া এডিসি ভিলেজের ভূইয়াপাড়া ৪নং ওয়ার্ড এলাকা থেকে।

গতকাল রাতে কৈলাসহর থানাধীন দেওরাছড়া এডিসি ভিলেজের ভূইয়াপাড়া ৪ নং ওয়ার্ড থেকে এক মায়ের নৃশংস অত্যাচারের ঘটনা সামনে এসেছে। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুবল ভুইয়ার স্ত্রী শিল্পী ভূইয়া প্রতিদিন রাতে আকণ্ট মদ্যপান করে মারপিট চালায় তার সন্তান ও তার স্বামীর উপর। এই মহিলার যন্ত্রণায় এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।

অভিযোগ, গতকাল রাতে উনার সাড়ে তিন বছরের নাবালিকার উপর অত্যাচার চালায়। একসময় একটি লোহা গরম করে নাবালিকার হাত পুড়িয়ে দেয়। এরপর এলাকাবাসী ঘটনাস্থলে এসে আহত নাবালিকাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। শনিবার দুপুরে গ্রামবাসী একত্রিত হয়ে তার তীব্র প্রতিবাদ জানায় এবং মা শিল্পী ভূইয়াকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়।

গ্রামবাসীরা জানান, ওই মহিলার পূর্বে আরেকটি সন্তান ছিল। সেটাকেও নাকি খুন করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। বর্তমান কন্যা সন্তানের উপর অমানবিক নির্যাতন চালানোর প্রতিবাদে তারা সরব হন। এবং মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। অভিযুক্ত মহিলাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মহিলা জানায় তার শিশু টাকা চুরি করেছে বলে লোহা গরম করে হাত পুড়িয়ে দিয়েছেন।