আগরতলা, ১৫ আগস্ট: ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিপিআইএম রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
এদিন তিনি বলেন, আজ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের দিন। দেশ স্বাধীন করতে আমাদের লক্ষ লক্ষ পূর্বপুরুষরা আত্মবলিদান দিয়েছেন। তাদের লক্ষ্য গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় তৈরী করার জন্য গত ৭৭ বছরে অনেক অর্জন করা হয়েছে। আগামীদিনে লক্ষ্য পূরণ করার জন্য আরও কাজ করতে হবে। তাঁর কথায়, আমাদের পূর্ব পুরুষরা যে আশা নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন আজ সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারে নি। এখনো অনেক লড়াই বাকি রয়েছে।

