সার্কিট হাউস গান্ধী মূর্তি প্রতিকৃতিতে পুষ্প অপর্ণ করলেন রাজ্যপাল ও কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সার্কিট হাউস গান্ধী মূর্তি প্রতিকৃতিতে পুষ্প অপর্ণ করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও মন্ত্রী-রতল লাল নাথ সহ অন্যান্যরা।

তারপর গান্ধী ঘাট শহীদ বেদীতে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্প অর্পণ করলেন রাজ্যপাল এবং কৃষিমন্ত্রী। পর্রবতী সময়ে লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদীতে পুষ্প অর্পণ করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও মন্ত্রী-রতল লাল নাথ।