আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে বামপন্থী ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও এসএফআই রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে আজ মেলার মাঠ ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার সহ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ নেতৃত্বরা।
এদিন মানিক সরকার বলেন, দেশে স্বাধীনতা আনতে বিপ্লবীরা নিজেদের আত্মবলিদান দিয়েছেন। আজ এই ঐতিহাসিক দিনে বামপন্থী ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও এসএফআই রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, রাজ্যের হাসপাতালগুলির রক্ত স্বল্পতা দূরীকরণে আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

