৭৯ তম স্বাধীনতা উপলক্ষে শহরে বাইক র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: ৭৯ তম স্বাধীনতা উপলক্ষে পশ্চিম থানা থেকে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ, সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি, পশ্চিম মহিলা থানার ওসি সহ অন্যান্য মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক বলেন,সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি অভিযান বাস্তবায়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়নে র‍্যালির আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, পাশাপাশি আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উৎযাপন করা হবে। তিনি আরও বলেব, ৭৯ বছর আগে দেশ স্বাধীন হলেও এখনো সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে। সমাজের সমস্যা নিরসনে পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করছে।