আগরতলা, ১৩ আগস্ট: বন্ধুর সাথে ঘুরতে গিয়ে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল এক ছাত্র। গত পয়লা আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ডেনিয়াল দেববর্মার। সে এই বছরই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। পরবর্তী সময়ে পরিবারের তরফ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে ওই ঘটনায় পুলিশ গতকাল রাতে দুইজনকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, মোহনপুর বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকার বাসিন্দা ডেনিয়াল দেববর্মার মৃত্যু হয়েছে। বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিল ডেনিয়াল। সেখানেই কতিপয় দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিল সে। ঘটনায় গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার পরিজনেরা। অবশেষে গতকাল রাতে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন, সমরেন্দ্র দেবর্বমা ও সন্তোষ দেবর্বমা।

