ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে রাজপথে মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার

আগরতলা, ১৩ আগস্ট : ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে আগরতলার রাজপথে মিছিল সংঘটিত করলো সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের রাজ্য কমিটি। আজ বহুজাতিক দেশ ছাড় কর্পোরেট কৃষি ছাড়’ এই শ্লোগানকে সামনে রেখে আন্দোলনে নেমেছেন সংগঠনের নেতৃত্বরা। এদিন মিছিলটি ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পথ সভায় মিলিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংযুক্ত কিষান মোর্চার আহ্বায়ক পবিত্র কর বলেন, ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে কৃষি পন্য নিয়ে বাণিজ্য চুক্তি করে ফেলেছে। এদিকে, আমেরিকার সাথে কথাবার্তা চলছে। এই চুক্তির ফলে লড়াই করে তিনটি কৃষি আইন বাতিল করা পুরোপুরি ব্যর্থ হবে। আসলে, ভারত সরকার কৃষি বাজারকে বৈদেশিক পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে। তাঁদের হাতে তুলে দিলে ভারতের দুধ, মাছ, মাংস, সবজির সবকিছুর আর বাজার থাকবে না। দেশের সমস্ত কৃষি ব্যবস্থা শেষ হয়ে যাবে। তাই ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩ তম বার্ষিকীতে আগরতলার রাজপথে মিছিল সংঘটিত করলো সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের রাজ্য কমিটি।