আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মদ বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। দুদিনের এই বিশেষ অভিযানে মোট এক লক্ষ পনেরো হাজার টাকার অবৈধ বিলিতি মদ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলা পূর্ব থানা, কলেজ টিলা এবং মহারাজগঞ্জে ফাঁড়ি থানার উদ্যোগে এক বিশেষ মদবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল রাত এবং আজ সকালে দুটো অভিযান চালানো হয়। দুই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদগুলির বাজার মূল্য আনুমানিক এক লক্ষ পনেরো হাজার টাকা হবে বলে জানিয়েছেন ওসি সুব্রত দেবনাথ। এই অভিযানে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক।

