পাচারকালে ৩ কেজি গাঁজা সহ আটক যুবক

আগরতলা, ১২ আগস্ট : বহি:রাজ্যে গাঁজা পাচারকালে উদয়পুর রেলস্টেশনে পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক। তার কাছ থেকে ৩ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মাত্র ৫ হাজার টাকার জন্য গাঁজা পাচারে যুক্ত হয়েছে সে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর রেলস্টেশনে থামলে এক যুবক ব্যাগ নিয়ে তড়িঘড়ি রেলে উঠতে গিয়ে পুলিশের সন্দেহ হয়। সাথে সাথে তাকে আটক করে পুলিশ। তার কথায় অসংগতি দেখে ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। ধৃত যাত্রাপুর থানার বাঁশপুকুর এলাকার বাসিন্দা সুমন চন্দ্র দাস। সে ওই গাঁজাগুলো কলকাতায় পাচার করার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল।

আরও জানা গিয়েছে, সে মাত্র মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে গাঁজা পাচারে যুক্ত হয়েছে। গাঁজার আসল মালিককে খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।