চড়িলামে মাতৃ বন্দনা প্রকল্পের সুবিধা না পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ধর্ণা গর্ভবতী মহিলাদের

চড়িলাম, ১২ আগস্ট: প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ও মুখ্যমন্ত্রী মাতৃত্ব স্বাস্থ্য পরীক্ষার প্রকল্পের সুবিধা না পেয়ে আজ চড়িলাম ব্লকের হাবিজ্জামুড়া রাসুলমুড়া আঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন গর্ভবতী মহিলারা। যাদের মধ্যে একজন শাসকদলের পঞ্চায়েত সদস্যাও রয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বহুবার প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও তারা এখনও পর্যন্ত কোনো আর্থিক সাহায্য, স্বাস্থ্য পরীক্ষা বা অন্যান্য সরকারি সহায়তা পাননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গর্ভবতী মহিলারা আঙ্গনওয়াড়ি কর্মী মনি দেবীর হাতে সমস্ত নথি তুলে দিয়েছিলেন। কিন্তু সেগুলোর কোনো কার্যকর ফল মেলেনি।

এই বিষয়ে আঙ্গনওয়াড়ি কর্মী মনি সংবাদমাধ্যমকে জানান, তিনি সমস্ত নথিপত্র উপরমহলে পাঠিয়ে দিয়েছেন এবং কেন সুবিধা আসেনি, সে সম্পর্কে তিনি অবগত নন। ওই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদাসীনতার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের জড়িত থাকা সত্ত্বেও যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কেমন হবে তা সহজেই অনুমেয়।

অনেকেই বলেন, এই ঘটনা রাজ্যের মাতৃত্ব সংক্রান্ত সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়নে যে বড় রকম ঘাটতি রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।