আগরতলা, ১২ আগস্ট: রোগীদের চিকিৎসা করতে করতে অসুস্থ হয়ে পড়লেন খোদ চিকিৎসক। মূলত অতিরিক্ত সময় ধরে রোগী দেখার ফলেই ওই চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র চলছে মাত্র ২ জন মহিলা চিকিৎসক দিয়ে। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন সোমবার রাতে। কিন্তু তারপরেও তাকে পরে আবার পরিষেবা দিয়েছেন।
চরম চিকিৎসক সংকটে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। গত ৩ দিন যাবৎ মাত্র ২ জন মহিলা চিকিৎক দিয়ে চলছে হাসপাতাল। তার মধ্যে ২৪ ঘন্টা পরিষেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক। পরে তিনি কিছুক্ষন সেলাইন নিয়ে ফের অসুস্থ শরীর নিয়েই ডিউটিতে যোগ দিয়েছেন। ঘটনায় উদাসীন উর্ধতন কতৃপক্ষ। সংকটকালীন অবস্থায় ৩ দিন যাবৎ জনপ্রতিনিধি থেকে শুরু করে হাসপাতাল কর্মী, কারুর ফোনই রিসিভ করছেন না সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রাজেশ দাস। ঘটনায় ক্ষোভ জমেছে কর্তব্যরত চিকিৎসকের মধ্যেও।
তাঁদের অভিযোগ, এভাবে দুইজনের দ্বারা গোটা হাসপাতালের পরিষেবা দেওয়া সম্ভব নয়। ফলে চিকিৎসক কম থাকার দরুণ জনগণকেও যথাযোগ্য পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন তিনি। অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন চিকিৎসকগণ।

