কৈলাসহর, ১২ আগস্ট: এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট করেছে কংগ্রেসীরা। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের গ্রেফতারের দাবি নিয়ে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল বিজেপি মন্ডলের নেতৃত্বরা।
হিরাছড়া চা-বাগান এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরুপ ধরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে অভিযোগ করে বলেন, গত ৬ আগস্ট রাত ১১টার দিকে হিরাছড়া বুথ সভাপতি আশীষ দাসের বাড়িতে কংগ্রেস সমর্থিত একদল সমাজদ্রোহী অতর্কিত হামলা চালায়। ফারুক আলী, সুলতান আলী, রাজারাম মুন্ডা প্রমুখ অভিযুক্তরা শিশু, মহিলা ও পুরুষদের নির্বিচারে মারধর করে। এসময় বিজেপি সমর্থক চন্দন দাস এয়ারগানের গুলিতে গুরুতরভাবে আহত হন।
নীতিশ দে আরও জানান, পুলিশের সামনেই হামলাকারীরা গুলি চালায়, যার ফলে চন্দন দাসের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রথমে ঊনকোটি জেলা হাসপাতালে, পরে আগরতলার জিবিপি হাসপাতালে এবং অবশেষে উন্নত চিকিৎসার জন্য নেপালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখ অপসারণ করা হয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ আগস্ট বিজেপি মন্ডল কমিটির প্রতিনিধি দল ইরানি থানায় ডেপুটেশন জমা দিলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তাই মঙ্গলবার তারা জেলা পুলিশ সুপারের কাছে নতুন করে ডেপুটেশন জমা দেন।
মন্ডল সভাপতি প্রীতম ঘোষ জানিয়েছেন, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর আশ্বাস দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

