কলকাতা, ১২ আগস্ট : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এক বড় পদক্ষেপ নিল। গত ১১ আগস্ট সিবিআই পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এক বেসরকারি চিটফান্ড সংস্থার ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আগরতলার সিবিআই বিশেষ আদালত গত ২২ জুলাই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এক প্রেস বিবৃতিতে সিবিআই এই সংবাদ জানিয়েছে।
সিবিআই-র কথায়, ২০২৩ সালের ১৪ মার্চ এই মামলাটি রুজু করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি চিটফান্ড সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে প্রায় ২৫ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করেন। অভিযোগে বলা হয়েছে, তিনি যৌথ ষড়যন্ত্রে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও মেয়াদপূর্তির পর আমানতের অর্থ ফেরত না দেওয়ার মত গুরুতর অপরাধে জড়িত ছিলেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দাখিল করেছে। কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। যার ফলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপরই তাঁকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই অভিযুক্তকে কলকাতার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করেছে। আদালত তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। এই সময়ের মধ্যে অভিযুক্তকে ত্রিপুরার আগরতলায় সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, এই মামলার বিচার এখনও চলমান রয়েছে।

