নিয়োগের দাবিতে ফের ফায়ার সার্ভিসের ডাইরেক্টরের দ্বারস্থ হলেন ফায়ার সার্ভিসের চাকুরী প্রার্থীরা

আগরতলা, ১১ আগস্ট: আজ ফের নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের ডাইরেক্টর এর দ্বারস্থ হলেন চাকুরী প্রার্থীরা। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

চাকরিপ্রার্থীরা জানান, ২০২২ সালে ফায়ার সার্ভিসে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই অনুযায়ী রাজ্যের প্রচুর বেকার চাকুরী প্রার্থীরা আবেদনপত্র জমা দিয়েছিলেন। ২০২৩ সালে এর ফিজিক্যাল পরীক্ষাও হয়। কিন্তু সেই পরীক্ষার ফলাফল এবং নিয়োগ প্রক্রিয়া আর সম্পূর্ণ করা হয়নি। পরবর্তী সময়ে দপ্তরে যোগাযোগ করলে জানা যায়, কোন এক বিশেষ কারণে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। পুনরায় পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু বর্তমানে ২০২৫ সালের অর্ধেক শেষ হয়ে গেলেও ফায়ার সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ করা হয়নি। বারবার ফায়ার এ্যান্ড ইমারজেন্সি সার্ভিসের ডাইরেক্টর এর নিকট দেখা করলে তিনি গোটা বিষয়টি এফআরবিটির উপর ছেড়ে দেন বলে অভিযোগ।

চাকুরী প্রার্থীদের আরো অভিযোগ, তাদেরকে জানানো হয়েছিল এফআরবিটি যদি চায়, তাহলে এক সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু কোন এক অদৃশ্য কারণে এতগুলি বছর ধরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এটি পরিপ্রেক্ষিতে আজ পুনরায় ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসের ডাইরেক্টরের সঙ্গে দেখা করে নিয়োগের দাবী জানিয়েছেন তারা। গোটা বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন চাকুরী প্রার্থীরা। মুখ্যমন্ত্রী যেন বিষয়টিকে গুরুত্বসহকারে দেখে সমস্যার সমাধান করেন তার আবেদন জানান চাকুরি প্রার্থীরা।