জুতার দোকানে অভিযান চালিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ১১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে বটতলা এলাকায় একটা জুতার দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সাথে জুতার দোকানের মালিক সহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, পশ্চিম আগরতলা থানায় খবর আসে বটতলা এলাকায় একটি জুতার দোকানে নেশা সামগ্রী বিক্রয় করা হয়। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে ৫.১ গ্রাম ব্রাউন সুগার, ২ কেজি গাঁজা এবং নগদ ৫৫৫০ টাকা উদ্ধার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সাথে জুতার দোকানের মালিক সহ তিন যুবককে আটক করেছে পুলিশ।