৬ আগরতলায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষ্যে স্থানীয়দের হাতে পতাকা তুলে দিলেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত

আগরতলা, ১১ আগস্ট: আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ গ্রহন করলেন বিজেপি প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত। এদিন ৬ আগরতলার বিভিন্ন বাড়িতে গিয়ে জনগণের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন তিনি।

৬ আগরতলা ১১ নম্বর ওয়ার্ড এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান করা হয় আজ। সেই অভিযানের ভিত্তিতে ৬ আগরতলার ১১ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে জাতীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপি নেতৃত্বরা।

বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনে দেশবাসীকে আহ্বান করেছিলেন। মূলত দেশের প্রতি, জাতীয় পতাকার প্রতি আমাদের কর্তব্যবোধ জাগ্রত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

অন্যান্য বছরের ন্যায় এই বছরেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের উদ্যোগ করা করেছে বিজেপি। বিশেষ করে অপারেশন সিঁদুরের সাফল্যের পর এর গুরুত্ব আরো অনেকগুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি। তাই এই বিশেষ উদ্যোগে ৬ আগরতলার বিভিন্ন বাড়িতে গিয়ে জাতীয় পতাকা তুলে দেওয়া হবে। আগামীকাল পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন পাপিয়া দত্ত। এদিনের এই অভিযানে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বরা।