শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৩তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ আগস্ট : শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৩তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রবিবার আগরতলার শিবনগর এলাকায় আয়োজিত হয় একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি।

এদিন, শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভা সদস্য রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা সহ স্থানীয় নেতৃত্ব ও বিশিষ্টজনেরা।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, রক্তদান মানবতার এক মহান দৃষ্টান্ত, যা জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপহার। মুখ্যমন্ত্রী এ ধরনের সামাজিক কর্মসূচিতে ক্লাব ও উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যান্য অতিথিরাও রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও আগস্ট মাসকে স্বাধীনতার মাস হিসেবে চিহ্নিত করে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হয়। মুখ্যমন্ত্রী নিজ হাতে শিবনগর এলাকার বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা অসংখ্য শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্ব, মর্যাদা ও ঐক্যের প্রতীক। তাই এই কর্মসূচি আমাদের দেশপ্রেম আরও গভীর করবে।