বিশ্ব আদিবাসী দিবসে ভিলেজ কাউন্সিল নির্বাচন দাবিতে শহরে মশাল মিছিল তিপরা মথার

আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবসে ভিলেজ কাউন্সিল নির্বাচন দাবিকে সামনে রেখে আগরতলা শহরে তিপরা মথার মশাল মিছিল বের হয়েছে। এদিনেটর মিছিলটি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কর্মী বলেন, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন আজ পর্যন্ত ভিলেজ কাউন্সিল নির্বাচন না করায় আমাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। যেকোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোন না কেন, গ্রামে ভোট না হওয়া মানে আপনার অধিকার কেড়ে নেওয়া। এই লড়াই রাজনৈতিক নয়—এই লড়াই অধিকার আদায়ের, নিজের অস্তিত্ব রক্ষার।

এদিন তিনি আরও বলেন, ভিলেজ কাউন্সিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করায় তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। তাই নায্য দাবি আদায়ের লক্ষ্যে আজ এই মিছিল বের হয়েছে।