বিপদতারিণী মায়ের পূজা চলাকালীন বাড়িতে ভয়ঙ্কর বিপদ

আগরতলা, ৯ আগস্ট : বিপদতারিণী মায়ের পূজা চলাকালীন বাড়িতে ভয়ঙ্কর বিপদ হতে অল্পেতে রক্ষা পেয়েছে। পূজো চলাকালীন গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ ঘটে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে। ওই ঘটনায় উত্তর যোগেন্দ্রনগর নিশানপাড়া এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনার বিবরণে বাড়ির মালিক হরিপদ দোবনাথ বলেন, বাড়িতে বিপদতারিণী মায়ের পূজার ভোগ রান্না হচ্ছিল। ওই সময় আচমকাই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে যায়। সাথে সাথে পরিবারের লোকজনদের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীরা দমকলবাহিনী এবং পুলিশকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনেন। যার ফলে আগুন ভয়াবহ আকার ধারণ করে নি। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।