দুই স্কুটির সংঘর্ষে মৃত্যু ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু

আগরতলা, ৯ আগস্ট: দুই স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ষাটোর্ধ বৃদ্ধের। ওই ঘটনায় উত্তর হালহালি চল্লিশ ফুটি সেতুর কাছে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে মৃতের ভাই জানিয়েছেন, আজ সকালে দোকানে যাওয়ার পথে উত্তর হালহালি চল্লিশ ফুটি সেতুর কাছে দুটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে রাস্তায় ছিটকে পড়েন মনিন্দ্র সূত্রধর। তার বাড়ি উত্তর হালহালি এলাকায়। তিনি হালহালি বাজারের ব্যবসায়ী। আহত ব্যক্তি হাসপাতালে না গিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে যাওয়ার কথা বললেও তিনি যান নি। কিন্তু পরবর্তী সময়ে তাঁর শরীরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। আচমকাই তাঁর বমি শুরু হয়েছে। তারপর পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন।