নয়াদিল্লি, ৭ আগস্ট : বিজেপির সঙ্গে ‘মিলেমিশে ভোট চুরি করেছে নির্বাচন কমিশন। এই অভিযোগের কেন্দ্রে ছিল বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসন। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন। রাহুল দাবি করেন, বেঙ্গালুরু সেন্ট্রালে ভুয়ো ভোটার এবং ডুপ্লিকেট ভোট পড়েছে। এই আসনে কংগ্রেস মাত্র ২.৫৮ শতাংশ ভোটের ব্যবধানে হেরেছে। এটাই প্রমাণ যে ভোট চুরি হয়েছে।
এই অভিযোগের পরপরই নির্বাচন কমিশন রাহুল গান্ধীর কাছে লিখিতভাবে প্রমাণ চেয়ে পাঠায় এবং ঘোষণাপত্রের মাধ্যমে সেসব জমা দিতে বলে। জবাবে রাহুল বলেন, আমি যা বলেছি, তা জনগণের সামনে ঘোষণা হিসেবেই ধরা হোক। আমরা কমিশনেরই তথ্য তুলে ধরছি।
এদিন রাহুল গান্ধী জানান, কর্ণাটকে ২৮টি আসনের মধ্যে কংগ্রেস ১৬টি আসন জেতার আশা করলেও তারা জিতেছে মাত্র ৯টি। বিশেষ করে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ফলাফলে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, তিনি বলেন। এই আসনে কংগ্রেস প্রার্থী মনসুর আলি খান ও বিজেপি প্রার্থী পি.সি. মোহনের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৩২,৭০৭ ভোট, যেখানে মোট ভোট পড়েছিল ১৩ লাখেরও বেশি, দাবি করেন তিনি। রাহুল গান্ধী আরও বলেন, বেঙ্গালুরু সেন্ট্রালের অন্তর্গত আটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মহাদেবপুরা কেন্দ্রেই বিজেপি এক লাখের বেশি ভোটে এগিয়ে যায়, যা বাকি কেন্দ্রগুলির কংগ্রেস লিডকে মুছে দেয়।
রাহুলেরর অভিযোগ, মহাদেবপুরায় ১,০০,২৫০টি ভোট চুরি হয়েছে। তিনি জানান, ফর্ম ৬-এর অপব্যবহার করে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, এক ঠিকানায় বহু ভোটার, ভুয়া ছবি, এসবই বেআইনি ভোটার অন্তর্ভুক্তির প্রমাণ। তিনি বলেন, একজন ব্যক্তির চারটি আলাদা বুথে নাম ছিল। আবার একজন ব্যক্তি কর্ণাটক, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ, তিন রাজ্যেই ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। একটি উদাহরণে রাহুল দাবি করেন, ৬৮ জন ভোটারের ঠিকানা ছিল একটি বিয়ার বারের। এসব স্থানে কংগ্রেসের টিম গিয়ে শারীরিকভাবে যাচাই করেছে বলেও তিনি জানান।
কর্ণাটকের মুখ্য নির্বাচন আধিকারিক রাহুল গান্ধীকে চিঠি দিয়ে বলেন, আপনার বক্তব্যে অসমর্থিত ও অযোগ্য ভোটারদের তালিকাভুক্তি এবং যোগ্যদের বাদ পড়ার বিষয়টি উঠে এসেছে। এর জন্য একটি ঘোষণাপত্র সহ সংশ্লিষ্ট ভোটারদের নাম পাঠাতে বলা হচ্ছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
এদিকে, মহারাষ্ট্রে বিধানসভা ও লোকসভা নির্বাচনের মধ্যে হঠাৎ এক কোটিরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে বলে রাহুল দাবি করেন। হরিয়ানার ক্ষেত্রেও একই রকম ভোট কারচুপির অভিযোগ তোলেন তিনি। রাহুল বলেন, যদি বিজেপি আরও ২৫টি আসন হারাত, তারা সরকার গঠন করতে পারত না। সমস্ত কিছুই ফলাফলের ব্যবস্থাপনার উপর নির্ভর করছিল। রাহুল গান্ধী বলেন, আমাদের প্রিয় গণতন্ত্র আর বেঁচে নেই। এই পরিস্থিতিতে বিচারব্যবস্থার হস্তক্ষেপ অত্যাবশ্যক।

