মন্দিরের সিমেন্ট চুরির ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের

তেলিয়ামুড়া, ৭ আগস্ট : মন্দিরের সিমেন্ট চুরির ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। সিমেন্ট চুরির অভিযোগ ঘিরে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ডিএম কলোনীর জনগন ক্ষুব্ধ। তার শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয়রা।

দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডি.এম কলোনী এলাকায় কালি মন্দির নির্মাণের সিমেন্ট চুরির ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়ার ডি.এম কলোনি। বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা সড়ক অবরোধ করে ন্যায় বিচারের দাবিতে সরব হন। অভিযোগ, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শুভঙ্কর দাসের ভাই সুষেন দাস কালি মন্দির নির্মাণ কাজের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরি করে নিয়ে যায়। ফলে মন্দির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে।

প্রসঙ্গত, ডি.এম কলোনি এলাকার দীর্ঘদিনের দাবি অনুযায়ী কালি মন্দির নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়। সেই বরাদ্দে নির্মাণকাজ শুরু হলেও, চুরির অভিযোগ সামনে আসার পর কাজ বন্ধ হয়ে যায়। চুরির ঘটনার প্রতিবাদে ও দোষীর কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা ডি.এম কলোনির গ্রামীণ সড়কে অবরোধ সৃষ্টি করেন। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এই অবরোধ। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয় এবং আশ্বাস দেওয়া হয় যে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের বক্তব্য, জনসেবার দায়িত্বে থাকা মানুষের পরিবারের সদস্য যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষের আস্থা ক্ষুন্ন হয়।