দেরাদুন, ৬ আগস্ট : উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি এলাকায় পরপর দুইবার মেঘভাঙ্গা বৃষ্টিতে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ও উদ্ধারকার্য সম্পর্কেও বিস্তারিত জানতে চেয়েছেন।
প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং সমস্ত সংশ্লিষ্ট সংস্থা সমন্বয় রেখে কাজ করছে। বৃষ্টির কারণে কিছু এলাকা দুর্গম হয়ে পড়লেও, নিরবচ্ছিন্নভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে, জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ধামি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ধারালি এলাকায় চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের বিষয়ে ফোনে তথ্য নিয়েছেন। রাতভর চলা উদ্ধার অভিযান, দুর্গতদের নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় পরিষেবার প্রাপ্যতা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়েছে।
তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রীর অকুণ্ঠ সহায়তা এবং সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি উদ্ধার অভিযানে নিযুক্ত দলগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং নিজেও পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছি। প্রধানমন্ত্রী মোদী আশ্বস্ত করেছেন, এই সঙ্কট মোকাবিলায় কেন্দ্র সরকার রাজ্যকে সবরকম সহায়তা দেবে। মঙ্গলবারও প্রধানমন্ত্রী এই প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে সেনা ছাউনিতে হওয়া ক্ষয়ক্ষতি ও নিখোঁজ সেনা সদস্যদের বিষয়ে বিশেষভাবে চিন্তা ব্যক্ত করেছেন।
এদিকে ধারালি ও সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং পরিকাঠামোর উপর প্রচণ্ড প্রভাব পড়েছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) ইতিমধ্যেই উত্তরাখণ্ডের জন্য ‘ভারী বৃষ্টিপাত’-এর লাল সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর, পিথোরাগড়, উদম সিং নগর, দেরাদুন, নেনিতাল, চম্পাবত ও পৌরি গড়ওয়াল জেলায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।

