আগরতলা, ৫ আগস্ট: আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ওই দিবসে জনগণকে একত্রে ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য আওয়াজ তুলতে বললেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।
এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ওই দিবস আমরা ঐতিহ্য ও সংস্কৃতিকে গর্বের সাথে উদযাপন করে থাকি। ওইদিম সকল আদিবাসী ভাই বোনদের গর্বের সাথে নিজের জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার আহবান জানিয়েছেন তিনি।
এদিন তিনি মথার কর্মীদের উদ্দেশ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৯ আগস্ট বিশ্বের আদিবাসী দিবস উপলক্ষে খুমলুং- বিকাল ৩টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিনে আদিবাসী সমাজের অস্তিত্ব, অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে।
এছাড়া, একই দিন সন্ধ্যা ৬টা থেকে প্রতিটি ব্লকে হোমচাং (মশাল) র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালির মূল উদ্দেশ্য হলো ত্রিপুরা টিএএডিসি অঞ্চলে গ্রাম পরিষদ (ভিসি) নির্বাচন অবিলম্বে সম্পন্ন করার দাবি জোরদার করা।
পাশাপাশি, এদিন তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন আজ পর্যন্ত ভিলেজ কাউন্সিল নির্বাচন না করায় আমাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আপনি যেকোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোন না কেন, গ্রামে ভোট না হওয়া মানে আপনার অধিকার কেড়ে নেওয়া। এই লড়াই রাজনৈতিক নয়—এই লড়াই অধিকার আদায়ের, নিজের অস্তিত্ব রক্ষার। তাই ৯ আগস্ট নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে একত্রে ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য আওয়াজ তোলার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

