নয়াদিল্লি, ৫ আগস্ট: ভারতের একাধিক রাজ্যে প্রবল বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে যেমন উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে, তেমনই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি কেরালার তিনটি জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট, ওডিশার ২০টি জেলা এবং তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনায় ইয়েলো ওয়ার্নিং জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলির নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়ার কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ঝাড়খণ্ডে অতিবৃষ্টির ফলে দামোদর ভ্যালি কর্পোরেশন পশ্চিমবঙ্গে জল ছাড়ায় নদীর জল বেড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।
কলকাতায় সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতা ৮১ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। আগামী সপ্তাহান্ত পর্যন্ত শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
কেরালায় মঙ্গলবার রাতভর তুমুল বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদী ও ড্যামে জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এরফলে ভারতের আবহাওয়া দফতর এরনাকুলাম, ইদুক্কি এবং থ্রিসুর জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি পাঁচটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট এবং ছয়টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। কোচিতে এক ট্যাক্সি গুগল ম্যাপের নির্দেশনা অনুযায়ী চলতে গিয়ে বৃষ্টির জলে ঢাকা একটি খোলা খালে পড়ে যায়। চালক অক্ষত থাকলেও ঘটনাটি নগর পরিকাঠামোর ত্রুটি ও দুর্যোগকালে প্রযুক্তির সীমাবদ্ধতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।
তেলেঙ্গানার হায়দরাবাদ ও পার্শ্ববর্তী রাঙ্গারেড্ডি, মেদচল-মালকাজগিরি এবং সঙ্গারেড্ডি জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া মহবুবনগর, নাগারকর্ণুল, ওয়ানাপার্থি, নারায়ণপেট এবং জোগুলাম্বা গাদওয়াল জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় হায়দরাবাদ আবহাওয়া কেন্দ্র।
ওডিশার ২০টি জেলায় মঙ্গলবার ইয়েলো ওয়ার্নিং জারি হয়েছে। এর মধ্যে রয়েছে গজাপতি, গঞ্জাম, নয়াগড়, পুরী, খোর্দা, কটক, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, অঙ্গুল, ধেনকানাল, জাজপুর, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেনঝর, দেবগড়, সাম্বলপুর, বারগড়, ঝাড়সুগুড়া এবং সুন্দরগড়। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে আগামী ৮ আগস্ট পর্যন্ত জলাবদ্ধতা, ট্র্যাফিক বিঘ্ন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামোর সমস্যা হতে পারে। প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আর্দ্র বায়ু প্রবাহিত হওয়ায় সক্রিয় মৌসুমি পরিস্থিতির কারণে এই টানা বর্ষণ দেখা দিচ্ছে। যদিও এই বৃষ্টিপাত কৃষিকাজ ও ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধিতে সাহায্য করবে, তবুও হঠাৎ বন্যা, ধস ও বজ্রপাতের ঝুঁকি থেকেই যাচ্ছে।
সাধারণ মানুষকে আবহাওয়া সংক্রান্ত সরকারি আপডেট নিয়মিত অনুসরণ করতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

