রাজের ডিগ্রী কলেজগুলিতে যথেষ্ট আসন সংখ্যা রয়েছে, প্রত্যেক ছাত্র-ছাত্রী ডিগ্রী কলেজে ভর্তির সুযোগ পাবেন: উচ্চ শিক্ষা মন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট : রাজের ডিগ্রী কলেজগুলিতে যথেষ্ট আসন সংখ্যা রয়েছে। প্রত্যেক ছাত্র-ছাত্রী ডিগ্রী কলেজে ভর্তির সুযোগ পাবেন। এ নিয়ে চিন্তার কোন কারণ নেই। আজ এমনটাই জানিয়েছেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন ডিগ্রী কলেজে ভর্তিকে কেন্দ্র করে সমস্যার সৃষ্টি হয়েছে। যান্ত্রিক কিছু কারণে পোর্টালের মাধ্যমে আবেদন করতে ব্যর্থ হচ্ছেন কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী। যার ফলে ডিগ্রী কলেজে ভর্তিকে কেন্দ্র করে গোটা রাজ্য ব্যাপী বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর রায় বর্মনের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা।

এদিনের এই সাক্ষাৎকার সম্পর্কে যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব বলেন, বেশ কয়েকদিন ধরেই ডিগ্রী কলেজে ভর্তিকে কেন্দ্র করে সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। এই সমস্যা সমাধানে উচ্চশিক্ষা দ্বারস্থ হয়েছেন তারা। ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয় সেই বিষয়েই এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তবে বর্তমানে ডিগ্রী কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন, রাজ্যে ডিগ্রী কলেজগুলিতে ভর্তি নিয়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পেছনে বিরোধীদের হাত রয়েছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তারা। রাজ্যের ডিগ্রী কলেজ গুলিতে আসন সংখ্যার কমতি নেই। যথেষ্ট আসন সংখ্যা রয়েছে। প্রত্যেক ছাত্র-ছাত্রী এই কলেজগুলিতে ভর্তি হতে পারবেন। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী চাইছেন রামঠাকুর কলেজে ভর্তি হওয়ার জন্য। এই বিষয়ের কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেননা একটি মাত্র কলেজে সকল ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো সম্ভব নয়। তাই তাদের ইচ্ছে অনুযায়ী কলেজে ভর্তি দেওয়া সম্ভব হচ্ছে না। পোর্টালের মাধ্যমে আবেদন করতে যদি ছাত্র-ছাত্রীদের কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সে পোর্টাল পুনরায় চালু করা হবে। একজন ছাত্র-ছাত্রীকেও ভর্তি না করিয়ে রাখা হবে না। প্রত্যেকে যেন ভর্তির সুযোগ পান তার জন্য সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। তাই কোন কারণ ছাড়াই এ ধরনের বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য আবেদন জানান মন্ত্রী কিশোর বর্মন।

তিনি আরো বলেন, বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে সরকারের বিরুদ্ধে। রাজনীতির ভিত্তিতে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থাকে চালনা করা হয় না। বিরোধীদের আমলে এটা করা হতো। তখন রাজনীতির রং দেখে ছাত্র ছাত্রীদের ভর্তি করানো হতো। তিনি নিজেও এই ঘটনার শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সরকার রাজনীতির রং দেখে নয়, মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের প্রাধান্য দিয়ে থাকেন। সকল ছাত্র-ছাত্রীদের ডিগ্রী কলেজের ভর্তির ব্যবস্থা করা হবে। কোন ছাত্র ভর্তি প্রক্রিয়া থেকে বাদ যাবেন না। এ ধরনের বিভ্রান্তিকর বিষয় থেকে দূরে থাকার জন্য ছাত্র-ছাত্রীদের আহ্বান করলেন মন্ত্রী কিশোর বর্মন।