আগরতলা, ৪ আগস্ট : পুলিশি অভিযানে বিশালগড় থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। সাথে দুই যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি, অন্য চুরির মামলায় স্বর্ণালঙ্কারও উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত কিছু দিন ধরে সার্কিট হাউস থেকে বাইক চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। এরই মধ্যে অন্য চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশে অভিযানে নেমে বিশালগড় থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করে। পাশাপাশি অন্য চুরি যাওয়া স্বর্ণাঙ্কলার উদ্বার করে। সাথে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ২ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এন সি সি থানার সেকেন্ড ওসি গোপাল শুক্লা দাস।

