আগরতলা, ৪ আগস্ট: মধুপুর বাজার থেকে চুরি হওয়া একটি বাইক উদ্ধার করে আমতলী থানার পুলিশ। সাথে কুখ্যাত বাইক চোর নিবাস দেববর্মাকে পুলিশ। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই জানিয়েছেন ওসি পরিতোষ দাস।
ঘটনার বিবরণে ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গতকাল ফুলতলী এলাকায় রাত্রিকালীন পাহারা দেওয়ার সময় পুলিশ সন্দেহভাজন বাইকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালালে জানা গিয়েছে সে বাইকটি চুরি করে নিয়ে যাচ্ছিল। সাথে সাথে বাইক চোর নিবাস দেববর্মাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও মামলা দায়ের করা হয়েছিল।

