আগরতলা, ৪ আগস্ট: জন্মের পর থেকে মূত্রনালীর সমস্যা ছোট শিশুর। ২ বছরের সন্তানকে সুস্থ করার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন অসহায় পিতা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, জন্মের পর থেকেই মূত্রনালীর সমস্যা কাঁঠালিয়া ব্লক এলাকার বাসিন্দা আবু হানিফের ছেলে সন্তান আবু জার। তার বর্তমান বয়স দুই বছর। জন্মের পর থেকেই প্রস্রাব হচ্ছিলো না তার। অস্ত্রোপচারের পর পেটের মাধ্যমে প্রস্রাব করা রাস্তা তৈরি করা হয়েছে। তখন ডাক্তার বলেছিলেন দুই বছর পর আবার অস্ত্রোপচার করে সমস্যা সমাধান হবে। দুই বছর পূর্ন হওয়ায় ডাক্তারের কাছে যাওয়ার পর এখন নতুন করে কিডনিতেও সমস্যা ধরা পড়ে শিশুটির। শিশুটির চিকিৎসার জন্য দুই বছরে প্রায় ৬ লক্ষ টাকা খরচ হয়। দাওধারানী মাদ্রাসায় কর্মরত বেসরকারি শিক্ষক পিতা আবু হানিফের।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে হলে রাজ্যের বাইরে গিয়ে অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু নতুন করে আবার অপারেশন জন্য টাকা নেই এই পিতার। আবারো আনুমানিক ছয় লক্ষ টাকা প্রয়োজন ছেলের চিকিৎসার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মানুষের কাছে সাহায্য চাইছে শিক্ষক পিতা আবু হানিফ।

