উত্তর চড়িলামে গাড়ির চাকা চুরির ঘটনায় চাঞ্চল্য, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ৩ আগস্ট: গভীর রাতে ফের চাকা চুরির ঘটনায় উত্তপ্ত উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের কানাইবাড়ি এলাকা। শনিবার গভীর রাতে একটি বলেরো গাড়ির তিনটি চাকা চুরি যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। চুরি যাওয়া গাড়িটির মালিক লিটন সাহা।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সাহার মালিকানাধীন দুটি বলেরো গাড়ির মধ্যে একটির চাকা খুলে নিয়ে চম্পট দেয় চোরের দল। এই ঘটনার প্রায় দেড় মাস আগেও একই গাড়ি থেকে দুইটি চাকা চুরি গিয়েছিল বলে দাবি করেন লিটনবাবু।

রবিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন সাহা ও তার স্ত্রী অভিযোগ করেন, বিশালগড় থানা পুলিশের কোনো রকম টহলদারি নেই বলেই এই ধরনের চুরির ঘটনা বারবার ঘটছে।

তাঁদের অভিযোগ, এলাকায় বেড়ে চলেছে বিভিন্ন নেশায় আসক্ত যুবকদের আনাগোনা। তারাই এই চুরি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন এবং দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।