আসাম পুলিশের কঠোর পদক্ষেপ: তিনজন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশের চেষ্টা করতে ফেরত পাঠানো

গুয়াহাটি, ৩ আগস্ট : আসাম পুলিশ আজ (৩ আগস্ট) সকালে শ্রীভূমি সীমান্তে তিনজন অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর কাজটি সফলভাবে সম্পন্ন করেছে। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘‘এদিন ভোরে শ্রীভূমি সীমান্তে তিনজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চেষ্টার সময় ফেরত পাঠানো হয়েছে।’’

এদের মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী তার টুইট বার্তায় একটি ছবি শেয়ার করেছেন, যাতে ওই তিনজনের মধ্যে একজন মহিলার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়াও, আসামের গৌরীপুর পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে। গৌরীপুরে খুদিমারি পার্ট-১ গ্রামে সন্দেহভাজন মাদক পাচারকারীদের আটক করা হয়েছে। অভিযানের সময় দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও যোগাযোগের যন্ত্রপাতি জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা সমর শর্মার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি এয়ারগান, একটি ৫.৫৬ মিমি অ্যামোনিশন কনটেইনার, একটি ‘মাউজার’ ধরনের পিস্তল (যা পাখি শিকার করতে ব্যবহৃত হয়) এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে, যা অবৈধ যোগাযোগের জন্য ব্যবহার করা হতো।

এ ঘটনাগুলি আসাম পুলিশের অবিচলিত সংগ্রাম ও কঠোর পদক্ষেপের প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে, যা রাজ্যকে মাদক ও অবৈধ কার্যকলাপ থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে চলমান।