ফের মন্দিরে চুরি, প্রনামি বাক্স থেকে টাকা নিয়ে পালালো চোর 

আগরতলা, ৩ আগস্ট: চোরের হাত থেকে রক্ষা পাচ্ছে না মন্দিরও। ফের মন্ডিরের প্রনামী বাক্স ভেঙে টাকা চুরি করে পালালো চোর। 
ঘটনার বিবরনে জানা যায়, বিলোনিয়া বনকর মহাশ্মশান সংলগ্ন মোহনগিরি সেবাশ্রমে হানা দেয় চোরের দল। মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে থাকা প্রনামী বাক্স ভেঙে বাক্সে থাকা টাকা নিয়ে যায় চোর। ঘটনার খবর পেয়ে পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। স্থানীয়দের অনুমান, মন্দির প্রাঙ্গণে কিছু নেশাসেবনকারী প্রায়শই ঘোরাঘুরি করে, তারাই এই কান্ডটি সংঘটিত করেছে।