শিক্ষা ভবন মন্টেসরি স্কুলে মেগা চারা বিতরণ ও বাস্কেটবল কোর্টের উদ্বোধন

ধর্মনগর, ২ আগস্ট :”এক পের মা কে নাম”—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা এবং “গ্রিন ধর্মনগর, ক্লিন ধর্মনগর, লাভ ধর্মনগর”—বিধায়ক বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে ধর্মনগরের বরুয়াকান্দি এলাকার শিক্ষা ভবন মন্টেসরি স্কুল প্রাঙ্গণে শনিবার সকালে আয়োজিত হল এক বিশেষ পরিবেশবান্ধব অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মেগা চারা বিতরণ এবং নবনির্মিত বাস্কেটবল কোর্টের শুভ উদ্বোধন। অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ও ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালি রানী দাস সেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বৃক্ষকে জলসেচনের মাধ্যমে উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান—যেখানে সংগীত ও নৃত্যে মুগ্ধ হয় উপস্থিত দর্শকরা। এরই মাঝে বাস্কেটবল কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং পরবর্তী পর্যায়ে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরতেই এদিন মোট ১১৮ জন ছাত্রছাত্রীকে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির চারা গাছ।

বিদ্যালয় প্রশাসক মান্না সেন জানালেন, “এই ধরনের উদ্যোগ শুধু শিক্ষার পরিপূরক নয়, বরং আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অভিভাবক ও বিশিষ্টজনেরা জানান, এই আয়োজন যেমন পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে, তেমনই সুস্থ ও সুশৃঙ্খল জীবনের পথেও অনুপ্রেরণা জুগিয়েছে।