বক্সনগর, ১ আগস্ট: মেলাঘর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে শিবনগর চর এলাকায় খাস জমিতে বেড়ে উঠা ৬৫ হাজার গাঁজা চারা ধ্বংস করা হয়। সবেমাত্র মেলাঘর থানায় যোগদান করলেন অমরপুর বীরগঞ্জ থানা থেকে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস। আজ প্রথম নেশা বিরোধী অভিযানে, বিরাট অভিযান চালান তিনি।
এদিন সকালে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, সাব ইন্সপেক্টর সুবীর সাহা, রাম কিষান সঙ্গে বিশাল টিএসআর বাহিনী নিয়ে, গোপন খবরের ভিত্তিতে শিবনগর, চর এলাকার ছড়ার পাশে গড়ে উঠা একেবারে খাস জাগাতে ১২ থেকে ১৪টি গাঁজা নার্সারি প্লট ধ্বংস করা হয়। প্রায় ৬৫ হাজার গাঁজার চারা ধ্বংস করা হয়। এ বিষয়ে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস একান্ত সাক্ষাৎকারে বলতে গিয়ে বলেন, নেশা বিরোধী অভিযানে আগামী দিনেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

