জনজাতি বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: শুক্রবার জনজাতি বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন, সাংস্কৃতিক রক্ষা ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিন এই সাক্ষাৎ সম্পর্কে নিজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, বিজেপির জনজাতি নেতৃত্বের সাথে এক অর্থপূর্ণ মতবিনিময় হয়েছে আজ। বৈঠকে, জনজাতি ভাই ও বোনদের সাথে সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। অন্তর্ভুক্তিমূলক বিকাশ, সাংস্কৃতিক সংরক্ষণ এবং উপজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রতি যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, জনজাতি নেতৃত্বের মূল্যবান অন্তর্দৃষ্টি এবং তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা একটি শক্তিশালী এবং প্রগতিশীল ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে সকলের প্রচেষ্টাকে পরিচালিত করছে বলে জানান মুখ্যমন্ত্রী।