আগরতলা, ৩০ জুলাই: ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে ট্রাফিক দপ্তর। রাজধানীর প্রাণকেন্দ্রের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হচ্ছে। মূলত ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং যান দুর্ঘটনা এড়াতেই এ ধরনের অভিযান বলে জানিয়েছেন ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মূলত যান দুর্ঘটনা রোধ করতে এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই বিশেষ অভিযান অনুষ্ঠিত হচ্ছে। এই অভিযানে যারা বেআইনি পার্কিং করছেন এরকম ১২২৯ জনের বিরুদ্ধে চালান কাটা হয়েছে। ৪১১ জন অটোচালক যারা পারমিট আইন ভঙ্গ করেছেন
তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও নাম্বার প্লেট ইস্যুতেও বিভিন্ন বাইক এবং গাড়ির বিরুদ্ধে চালান কাটা হয়েছে। এছাড় াও বিভিন্ন বাইক চালক যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে ঐদিন চালান কাটা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক এসপি।

