শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল ছাত্র ছাত্রীরা

আগরতলা, ৩০ জুলাই : মাদ্রাসার শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। এদিকে, রাস্তা অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে রয়েছে। অবরোধস্থলে প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত রয়েছে। ওই ঘটনা কৈলাসহরের টিলাবাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, কৈলাসহরের টিলাবাজার এলাকায় অবস্থিত সরকার পরিচালিত টিলাবাজার ইসলামিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসায় প্রায় সাড়ে তিনশো ছাত্র ছাত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষকের স্বল্পতা রয়েছে। এই অবস্থায় বিগত দুই দিন পূর্বে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাদ্রাসার এরাবিক শিক্ষক সিরাজুল ইসলামকে অন্যত্র বদলী করা হয়েছে। শিক্ষকের বদলীর খবর শোনে ছাত্র ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে এবং উত্তেজিত ছাত্র ছাত্রীরা টিলাবাজার এলাকায় কৈলাসহর-রাঙ্গাউটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। যতক্ষন অব্দি দপ্তরের পক্ষ থেকে বদলীর আদেশ প্রত্যাহার করা হবে না ততক্ষণ অব্দি রাস্তা অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানান অবরোধকারীরা।

এদিকে খবর পেয়ে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর অবরোধস্থলে হাজির হয়েছেন। রাস্তা অবরোধের ফলে নিত্য যাত্রী সহ পথচারীরা আটকে পড়েছেন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে আসার কথা রয়েছে।