বক্সনগরে কংগ্রেসে যোগদান, নবাগতদের দলে বরণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

আগরতলা, ২৯ জুলাই: আজ প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার হাত ধরে কংগ্রেস দলে যোগদান করলেন বক্সনগরের এক অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম এবং স্থানীয় যুবক মোহম্মদ শাহীন।

বক্সনগর বিধানসভা কেন্দ্রের অবসরপ্রাপ্ত এক শিক্ষক সহ এক যুবক তারা বিগতদিনে সিপিআইএম দলের হয়ে কাজ করতেন। আজ তারা সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাদের পতাকা দিয়ে দলে বরণ বলেন, তারা বক্সনগর বিধানসভা এলাকা থেকে সক্রিয়ভাবে কংগ্রেসের হয়ে কাজ করার জন্য আজ দলে যোগদান করেছেন। আগামীদিনে তারা কংগ্রেসের বিভিন্ন কর্মসুচি ভাবধারা সাধারণ মানুষ পযর্ন্ত পৌঁছে দেবেন বলে আশা ব্যক্ত করেছেন কংগ্রেস সভাপতি।