এক রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করছে ভারতের নির্বাচন কমিশন: কংগ্রেস

আগরতলা, ২৯ জুলাই:
ভারত সরকার দ্বারা প্রদত্ত পরিচয় পত্রকে মানতে নারাজ ভারতের নির্বাচন কমিশন। এক রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তিনি বলেন, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বৈঠক ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই সংশোধন তালিকায় কোন এক রাজনৈতিক দলের সমর্থকদের নামই থাকছে। গোটা দেশজুড়ে এর বিরোধিতা চলছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এর বিরোধিতা করছেন। এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন ভারত সরকার দ্বারা প্রদত্ত পরিচয় পত্রকে মান্যতা দিচ্ছে না। এটি সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এই সংশোধন প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

তিনি আরো বলেন, আসাম রাজ্যে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া চলছে। ত্রিপুরাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য দাবী জানাচ্ছেন আঞ্চলিক দলের সুপ্রিমো। কিন্তু এরাজ্যে যারা গরীব দিনমজুর, এমনকি উপজাতি অংশের একাংশ রয়েছেন যারা ভারতের নাগরিক কিন্তু বর্তমানে তারা জন্মের কাগজপত্র দেখাতে সক্ষম হবেন না। আর ভারত সরকার দ্বারা প্রদত্ত যে পরিচয় পত্রগুলি রয়েছে সেগুলিকে নির্বাচন কমিশন অস্বীকার করছে। ফলে দেখা যাবে একটা বড় অংশের জনগণ এই সংশোধনের ফলে তাদের নাগরিকত্ব হারাবেন। অনুপ্রবেশকারীদের রাজ্যে বসবাস করার বিরোধিতা কংগ্রেস করছে। কিন্তু যারা ভারতের নাগরিক তাদের বিরুদ্ধে এ ধরনের সংশোধনের মাধ্যমে কোন পদক্ষেপ গ্রহণের তীব্র নিন্দা জানানো হচ্ছে বলে জানান আশীষ কুমার সাহা।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের আসল দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা। কিন্তু গোটা দেশসহ রাজ্যেও নির্বাচনগুলি প্রহসনে পরিণত হয়েছে। গত সাত বছরে বিভিন্ন নির্বাচনে একের পর এক ভোটের কারচুপি থেকে শুরু করে অনিয়ম লক্ষ্য করা গেছে। কিন্তু তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ভারতের নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকায় সংশোধন করছে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।