আগরতলা, ২৯ জুলাই: ফের জিবিপি হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ সকালে হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহন করতে এসে ১৪ হাজার টাকা খোয়ালেন এক মহিলা। তার নাম প্রিয়াঙ্কা দাস , তার বাড়ি অম্পি এলাকায়।
জানা যায়, আজ সকালে তিনি জিবিপি হাসপাতালে এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে। টিকেট কাউন্টারের সামনে কিছুসময় দাঁড়িয়েছিলেন। সেখান থেকে ডাক্তারের রুমে যান। গিয়ে দেখতে পান ওনার ব্যাগের ভেতরে আর একটি ছোটো ব্যাগে টাকাগুলি ছিল, সেই ব্যাগটি নেই। বহু খোঁজাখুঁজির পরেও ব্যাগটি পাননি তিনি। এতো বড় হাসপাতালে নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ওই মহিলা। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছেন। তবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মহিলা।

