আগরতলা, ২৯ জুলাই : মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার নির্দেশ অনুসারে বিলোনিয়ার তৃষা মজুমদারের মৃত্যুর ঘটনার তদন্তক্রমে গঠিত হলো ৩ সদস্যের তদন্তকারী কমিটি।
বিলোনিয়া রাজনগর ব্লকের বড়পাথড়ি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তৃষা মজুমদারের মৃত্যুর ঘটনায় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিতে রয়েছেন প্রাথমিক শিক্ষার যুগ্ম পরিচালক লিসা বর্ধন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওএসডি কাজল কুমার ভৌমিক এবং পশ্চিম জেলার জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরের ওএসডি সুদীপ সরকার।
প্রাথমিকভাবে জানা গেছে, স্কুলের এক শিক্ষকের বকুনির পরই ছাত্রীটি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ঘটনার সঠিক তদন্তের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ঘটনাটির সমস্ত দিক নিয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে আগামীকালের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই জিবিপি হাসপাতালে মৃত্যু হয়েছে তৃষা মজুমদারের। মৃত্যুর আগে সে জানিয়েছে, পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য বললে বিদ্যালয়ের শিক্ষিকা তার সঙ্গে খারাপ ব্যবহার করে। শিক্ষিকার ব্যবহারে মর্মাহত হয়েই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে তৃষা। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

