ছাওমনু বিদ্যালয় পরিদর্শক অফিসে তালা ঝুলালো এলাকাবাসী

আগরতলা, ২৮ জুলাই : ছামনু বিদ্যালয় পরিদর্শকের অধীন ১১৯টি বিদ্যালয় রয়েছে। যার মধ্যে ৬০টি বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে পঠনপাঠন হচ্ছে। এরই প্রতিবাদে আজ ছাওমনু বিদ্যালয় পরিদর্শক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন ক্ষুদ্ধ এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ছাওমনু এলাকার সপ্তরাম পাড়া সহ বিভিন্ন স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। এমনকি ছামনু বিদ্যালয় পরিদর্শকের অধীন ১১৯টি বিদ্যালয় রয়েছে যার মধ্যে ৬০টি বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে। এরমধ্যে এক জন শিক্ষক দিয়ে চলছে স্কুল। সেই এক জন শিক্ষক কে বদলি করে দেওয়া হয় জেলার বাইরে বদলী করা হয়। আরও জানা যায়, এমন ৭টি স্কুল থেকে শিক্ষক দের বদলি করা হয়। এরই প্রতিবাদে এলাকাবাসীরা আজ ছামনু বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দেয়।

বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিদর্শক মোসেস দেববর্মা জানান, বদলির বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষ আদেশ পালন করছেন তিনি এবং আরেকটি তথঢ় উঠে আসে যে তাঁর অধীনে আরও ৬০ টি স্কুল রয়েছে যা এক জন শিক্ষক দিয়ে চলছে । এখন এলাকাবাসীর দাবি বদলির আদেশ বাতিল করতে হবে নাহ হলে তার পরিদর্শকের অফিস তালা খুলবে না