বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কা, গুরুতর আহত ৪

আগরতল, ২৮ জুলাই : চেছুড়িমাই এলাকায় আগরতলা উদয়পুর সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন ব্যক্তি। তারমধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক দেখতে পেয়ে জিবি হাসপাতালের স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে অমরপুর যাওয়ার পথে টিআর০৩এস০৪৮৬ নাম্বার এটি মারুতি অল্টো গাড়ি দ্রুতগতিতে থাকাই নিয়ন্ত্রণ হারিয়ে চেছুড়িমাই পরিমল চৌমুহনি এলাকায় গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে স্বজোরে ধাক্কা মারে। এতে আহত হয় সুব্রত রিয়াং, সেলিনা রিয়াং সহ অপর এক যুবক। সাথে সাথে তাদেরকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার চিকিৎসকরা জিবি হাসপাতালে স্থানান্তর করেন।