বাম নেতাদের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনা প্রয়োজন : সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই:
সিপিআইএম নেতারা দেশ ও জনগণের কল্যাণে কোন কাজ করেন না। তারা মানুষকে অলস মস্তিষ্কে পরিণত করেন। তাদের প্রত্যেককেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনকে বাত অনুষ্ঠান শোনা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার রামনগর মন্ডলে প্রধানমন্ত্রীর ১২৪ তম মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

রামনগর মন্ডলে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এদিন সাংসদ বিপ্লব দেব আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অন্তরের অন্তর্নিহিত কথাগুলো তুলে ধরেন। তিনি এদিন বিরোধীদলীর ভূমিকরের সমালোচনা করেন। বিরোধীরা ভোটার তালিকা ইস্যুতে অহেতুক গত এক সপ্তাহ ধরে সংসদ অচল করে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন সংসদ হলো জনগণের কথা তুলে ধরা এবং দেশের সার্বিক বিষয় তুলে ধরে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার পবিত্র স্থান।
___