এফআরএস পদ্ধতি প্রত্যাহার সহ একাধিক দাবিতে গণঅবস্থান ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের

আগরতলা, ২৫ জুলাই : এফআরএস পদ্ধতি প্রত্যাহার সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার অফিসের সামনে গণঅবস্থান সংগঠিত করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। তাঁদের দাবি, অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনিয়নের এক কর্মী বলেন, পোষণ” অ্যাপে সুবিধাভোগীদের ছবি এবং তথ্য আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, খাবার বিতরণের ক্ষেত্রে ফেস রেকগনিশন সিস্টেম (মুখের ছবি মিলিয়ে) চালু করা হয়েছে, যার ফলে সুবিধাভোগীর ছবি মিলিয়েই খাবার দেওয়া হবে। এদিন তিনি আরও বলেন, যাদের মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক নেই, তারা এই নতুন নিয়মের কারণে সমস্যায় পড়তে পারেন।

তাছাড়া, বিগত দিনে কোনো সুবিধাভোগী কেন্দ্রে উপস্থিত না থাকলে, তার পরিবারের কেউ এসে খাবার নিয়ে যেতে পারত, তবে নতুন নিয়মে সেটি আর সম্ভব হবে না। এরই প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন।

তাঁদের দাবিগুলো হল, অবিলম্বে এফআরএস পদ্ধতি বাতিল করা, কোন শিশু বা মাকে পুষ্টি প্রকল্পের খাবার থেকে বঞ্চিত করা চলবে না, অঙ্গনওয়াড়ী কর্মীদের মোবাইল দেওয়া, আইসিডিএস এর বাজেট বরাদ্দ বাড়াতে হবে, প্রতি মাসে মোবাইলের খরচ দেওয়া হোক।

পাশাপাশি, বাজার দরের সাথে সঙ্গতি রেখে ফিডিং বিল দেওয়া, অবসরপ্রাপ্ত কর্মী সহায়িকাদের গ্রাটুইটি ও পেনশন দেওয়া, কর্মী সহায়িকাদের ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন ও ১০ হাজার টাকা পেনশন দেওয়া, কাজের জায়গায় কর্মী সহায়িকা দের নিরাপত্তা দিতে হবে।