বৃষ্টির জলে ভেসে গেল অস্থায়ী ব্রিজ, ক্ষুদ্ধ এলাকাবাসী

আগরতলা, ২৫ জুলাই : বৃষ্টির জলে ভেসে গেল অস্থায়ী ব্রিজ। ফলে, চড়িলাম রংমালা ভিলেজের স্কুল মুড়া এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেলো চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের স্কুল মুড়া অর্থাৎ বৃন্দাবনপাড়ার ব্রীজ। ফলে, চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসী। গতকাল ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে আসার সময় দুই শিশু পরে যায় জলে। পথচারী কৃষক থেকে শুরু করে সমস্যা রয়েছে গোটা এলাকার মানুষ।

এলাকাবাসীদের অভিযোগ, বাইক, বাইসাইকেল যানবাহন কোন কিছু নিয়ে যাওয়া যায় না। ও এলাকার বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের খবর নেই বলেও অভিযোগ। ভোটের এলাকায় নেতাদের ব্যাপক ভীড় দেখা দেয়।