আগরতলা, ২৫ জুলাই : দীর্ঘদিন ধরে কৈলাসহরে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে দাবিতে সিপিআইএমের তরফ থেকে ডিডব্লিউএস দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে। কমিটির পক্ষে জানানো হয়, শহরের বহু এলাকায় এখনও পর্যন্ত পানীয় জলের সঠিক ও নিয়মিত সরবরাহ নেই। অনেক জায়গায় দিনে একবারও জল আসে না, কোথাও আবার সপ্তাহে এক-দু’দিন এসে থেমে যায়। এই অবস্থার দ্রুত পরিবর্তন দরকার বলেই দাবি জানায় সিপিআই(এম)।
ডেপুটেশনে যেসব দাবিগুলি উত্থাপন করা হয়, সেগুলি হলো—কৈলাসহর পুর এলাকায় প্রতিদিন দুইবেলা অন্তত একঘণ্টা করে পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে।পুর এলাকার পুরানো এবং জরাজীর্ণ পানীয় জলের পাইপলাইন সম্পূর্ণরূপে বদলে নতুন পাইপলাইন বসাতে হবে। কুবঝার-উত্তর কাচরঘাট এবং কাজিরগাঁও পাড়ায় দুটি নতুন ওভারহেড ট্রাঙ্ক নির্মাণ করে সেখানকার মানুষকে নিয়মিত পানীয় জল সরবরাহ করতে হবে।কৈলাসহর পুর পরিষদের নির্ধারিত পানীয় জল কর বাড়ানো চলবে না। মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো অনুচিত।মনু নদীর উপর নির্মিত ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল উত্তোলনের জন্য নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর বসাতে হবে, যাতে জল সরবরাহে বিঘ্ন না ঘটে।
আজকের এই দাবি সনদ পেশ করেন সিপিআই(এম) নেতৃত্ব সাগর ভট্টাচার্য্য,পিয়ালী চক্রবর্তী,মোহিত লাল ধর,মানিক লাল রায় সহ ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী,সিপিআই(এম) রাজ্য কভিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী,শহরাঞ্চল কমিটির সম্পাদক অরুনাভ সরকার সহ অন্যান্যরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই(এম) শহরাঞ্চল কমিটির সম্পাদক অরুনাভ সরকার বলেন, এই দাবিগুলি অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। তারা আরও হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে আগামী দিনে গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ডিডব্লিউএস দপ্তরের পক্ষ থেকে ডেপুটেশন গ্রহণ করে আশ্বাস দেওয়া হয়, দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

